জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর ঘৃণ্য প্রচেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার (৫ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছিল, আর ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৭ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এ দুটি ঘটনাই জনগণের আন্দোলনের ধারায় দেশের ইতিহাস গড়েছে।
একটি ছবি শেয়ার করে উমামা জানান, সেখানে জুলাই অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, যা তিনি ‘চূড়ান্ত ঘৃণ্য’ হিসেবে আখ্যায়িত করেন। তার মতে, এটি শহীদদের রক্ত এবং জনগণের ঐতিহাসিক আন্দোলনের প্রতি বড় ধরনের অসম্মান।
উমামা বলেন, ছবিটি বাংলাদেশের ইতিহাস বিকৃতির অপচেষ্টা, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ধরনের কর্মকাণ্ড তিনি প্রত্যাখ্যান করেন।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বে ছিলেন উমামা ফাতেমা। পরে তিনি সংগঠনের মুখপাত্র হন এবং গত মাসে তিনি সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান।