শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন: কেন ভেঙে পড়ছে ঐতিহাসিক বন্ধুত্ব?

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৪
১:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন ভাঙনের মুখে। শেখ হাসিনার ভারতে পলায়ন ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক চরম তিক্ততার দিকে যাচ্ছে।

সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের হাইকমিশন কার্যালয়ে হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই হামলার দায় নিচ্ছে, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষোভ বাড়িয়েছে।

উভয় দেশের মধ্যে টানাপোড়েনের নেপথ্যে রয়েছে শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের দমন, ভারতের প্রতি বর্তমান সরকারের বৈরী মনোভাব, এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে। তবে উভয় দেশের প্রতিনিধিরা শান্তি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।