বিশ্বের বিভিন্ন প্রান্তে আগামী ২৯ জানুয়ারি উড স্নেক লুনার নববর্ষ উদযাপনের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভারতের সিভিল সোসাইটি সংগঠনগুলো চীনের প্রতি এশিয়ায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এশিয়ান পিপলস’ মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) সম্প্রতি ম্যানিলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায়। সংগঠনটি বলছে, “এশিয়া এখনো বিদ্যুৎবঞ্চিত এবং জলবায়ু সংকটের ভয়াবহ প্রভাব মোকাবিলা করছে।”
এপিএমডিডি’র সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, চীন এখন বিশ্বের সবচেয়ে বড় নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি, বিশেষত সৌর এবং বায়ু প্রযুক্তি, উৎপাদনকারী এবং সরবরাহকারী দেশ, এবং এটি এশিয়ায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য নেতৃত্ব দিতে পারে। চীনের অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদনে কয়লার ব্যবহার বন্ধ করলেও অনেক কাজ বাকি রয়েছে।
এদিকে, ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রধান শরীফ জামিল বলেন, “চীনকে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর এবং কম খরচে অর্থায়ন সহজতর করতে হবে, যাতে টেকসই শক্তি উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।”
ইন্দোনেশিয়ার অ্যাকশন ফর ইকোলজি অ্যান্ড পিপলস’ ইমানসিপেশন (এইইআর)-এর সমন্বয়ক পিউস গিনটিং এবং ফিলিপাইন মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস-এর সমন্বয়ক ইয়ান রিভেরা চীনকে আহ্বান জানিয়ে বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে এবং প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী দেশগুলোর শক্তি রূপান্তরকে এগিয়ে নিতে চীনের সহায়তা প্রয়োজন।
ভারতের মাইনস, মিনারেলস অ্যান্ড পিপল-এর চেয়ারম্যান রবি রেবাপ্রগাদা এবং পাকিস্তানের পলিসি রিসার্চ ইনস্টিটিউট ফর ইকুইটেবল ডেভেলপমেন্ট (প্রাইড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বাদর আলমও চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় দেশগুলোর সহায়তা বৃদ্ধির জন্য চীনের সঙ্গে আরও সহযোগিতা প্রয়োজন বলে জানান।