জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা নির্ধারিত হবে এবং এ মুহূর্তে দেশের জন্য একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। নাসিরুদ্দিন বলেন, “বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা মুজিববাদী সংবিধান থেকে বের হয়ে একটি নতুন সংবিধান রচনা করতে চাই।”
তিনি আরও বলেন, “গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সংবিধান গঠন করতে হবে যেখানে জনগণের অধিকার সুরক্ষিত থাকবে, এবং কোনো ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
পাটোয়ারী আরও উল্লেখ করেন, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, কারণ একদলীয় সংবিধান মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। “যেসব মানুষ দেশের শোষণ, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং এই উদ্দেশ্যে গণপরিষদ নির্বাচন থেকে নতুন সংবিধান গঠন করা হবে,” বলেন তিনি।
তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের পাহাড় ও সমতলের সকল মানুষ এক হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে আসুক এবং একটি নতুন বহুদলীয় সংবিধান রচনা করুন।”