শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৪, ২০২৫
৭:৩৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিয়েছে।

তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব দলকে এক কাতারে এসে জাতীয় ঐক্য গঠন করতে হবে।”

ডা. তাহের আরও বলেন, “নির্বাচনের আগে সংস্কার জরুরি, তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।” তিনি ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, “ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, কিন্তু এখন তাদের সঙ্গে তর্কে জড়ানো হচ্ছে।”

তিনি জামায়াতের পক্ষ থেকে ভারতের বশ্যতা মানা হবে না বলে ঘোষণা দেন এবং বলেন, “ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না, এ বাংলার বুকে আর কখনো ফ্যাসিবাদ আসতে দেব না।”

ডা. তাহের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানান এবং জানান, সরকারকে বলছেন, “তালবাহানা নয়, খুনিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করতে হবে।”

তিনি ৪-৫টি মূল বিষয়কে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন:

  1. বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব
  2. টেকসই গণতন্ত্র
  3. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
  4. দুর্নীতিমুক্ত বাংলাদেশ
  5. সমৃদ্ধ, শিক্ষিত ও নৈতিক বাংলাদেশ

তিনি আরও বলেন, “সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, একে অপরকে সমালোচনা না করে জাতীয় ঐক্য গড়ে তুলি। জামায়াতে ইসলামীর লক্ষ্য হল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।”

এ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন।