শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ক্রিকেটেও শঙ্কা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৪
৩:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ক্রিকেট ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়েছেন। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে তাকে অবৈধ ঘোষণা করেছে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)। এর পর সাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ভবিষ্যত কী হবে, এবং বাংলাদেশের হয়ে খেলতে কোনো সমস্যা হবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, সাকিবের উপর এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব ফেলতে পারে। সাকিবের বোলিং অ্যাকশন যদি আইসিসির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না। তবে বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন যে, সাকিবকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, “বিসিবির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে আইসিসির নিয়ম অনুসারে, একজন খেলোয়াড় যদি কোথাও বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নিয়ে থাকে, তবে সে তার দেশের ঘরোয়া লিগে খেলতে পারবে।” আইসিসির বোলিং অ্যাকশন আইন অনুযায়ী, সাসপেন্ড হওয়া খেলোয়াড়ের দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া লিগে অংশগ্রহণের অনুমতি দিতে পারে।

এছাড়া, সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়েছিল লাফবরো বিশ্ববিদ্যালয়ে, যেখানে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো ছিল বলে রিপোর্ট এসেছে। এ কারণে তার বোলিং নিষিদ্ধ করা হয়। তবে, সাকিবের জন্য মুক্তির পথও খোলা আছে, যদি তিনি নিরপেক্ষ পরীক্ষায় সফল হন।

তবে, সাকিবের ঘরোয়া বা বিপিএল খেলার পথে আরও এক বড় বাধা হতে পারে ‘রাজনীতি’। আগের মতোই, দক্ষিণ আফ্রিকার সিরিজে অংশগ্রহণ করতে চাইলেও, সাকিব সেই সুযোগটি পাননি জনরোষের কারণে। বিপিএলেও তার অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

এভাবে, সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়টি এখন অনেকটাই অস্বচ্ছ, আর তার ভবিষ্যত নির্ভর করছে একাধিক প্রতিকূল পরিস্থিতির ওপর।