শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

তারেক রহমানের মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৫
৪:০৬ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই আপিলের শুনানি রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের দাবি, হাইকোর্টের রায় সঠিক হয়নি এবং মামলা বাতিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন।

এর আগে, ২০২৩ সালের ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের হওয়া চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেছিলেন। মামলাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারায় হাইকোর্টে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করেছিলেন বিভিন্ন ব্যক্তি। মামলাগুলো বাতিল হওয়ায় রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে। রোববারের শুনানিতে আপিল বিভাগে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।