বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। একইসঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সাংবাদিকদের মধ্যে রয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালের উচ্চপদস্থ সম্পাদক ও সাংবাদিকরা।
তলব করা সাংবাদিকদের মধ্যে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক এম শামসুর রহমানসহ আরও অনেকে। তাদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন পেশাজীবীর ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। সন্দেহজনক লেনদেন, অর্থপাচার বা অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট তথ্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে।
বিএফআইইউর এই পদক্ষেপ নতুন সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে আরও জোরালো করেছে। সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীদের এমন নজরদারি ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।