জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এই আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব এই মন্তব্য করেন। তিনি জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অক্লান্ত পরিশ্রম করছে। নভেম্বর মাসে গঠিত টাস্কফোর্স ইতোমধ্যে ২৫-৩০ জনের সঙ্গে কথা বলেছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে আশা করা হচ্ছে।
সরকারি গণমাধ্যম বিটিভি ও বাসস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি বিশেষ ভূমিকা থাকে এবং এটি বিশ্বের অনেক দেশেই প্রচলিত। বিটিভি এবং বাসস বর্তমানে তাদের দক্ষতা বাড়ানোর জন্য কাজ করছে। ৩১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিটিভি নিউজ লঞ্চ করা হয়েছে এবং এটি আরও বড় পরিসরে পরিচালিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই বিটিভি ও বাসস তাদের মেধা এবং প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত সংবাদ ও প্রোগ্রাম প্রচার করুক। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবাইকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।”
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রকে ঘিরে সরকার বিভিন্ন দলের সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সাগর-রুনি হত্যার বিচারে পিবিআইর প্রচেষ্টা জনমনে নতুন আশা জাগাচ্ছে।