শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আহত বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পুলিশের চাকরি দেওয়ার উদ্যোগ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৫
৫:৫৪ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের পুনর্বাসনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আন্দোলনে আহত কিছু ব্যক্তিকে পুলিশের চাকরি দেওয়া হবে। আপাতত ১০০ জনকে দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশে নিয়োগ দেওয়া হলেও ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন অন্যান্য বিভাগেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বৈঠকে মানিলন্ডারিং ও আর্থিক অনিয়ম নিয়ে আলোচনা করেন তিনি। বিগত সরকারের সময়কালে মানিলন্ডারিং একটি বড় সমস্যা ছিল বলে উল্লেখ করে সিআইডিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তদন্তের নামে সময়ক্ষেপণ এড়িয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া, ট্রাফিক সমস্যার সমাধানে নতুন কর্মসংস্থানের প্রস্তাবনার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, যার মধ্যে ৪০০ জন ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও এ কাজে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও প্রতিক্রিয়া আশানুরূপ হয়নি।

শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে ট্রাফিকের কাজ সমন্বয় করার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দৈনিক মাত্র ২-৩ ঘণ্টা কাজ করতে হচ্ছে এবং তাদের জন্য সম্মানীও নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের অগ্রগতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। যদিও নতুন দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর কাজে কিছুটা সময় লাগছে, তবে তারা ধীরে ধীরে পরিস্থিতি সামাল দিচ্ছে।

সরকার পরিবর্তনের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়ে কেউ পালিয়ে থাকলে, বর্তমান সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।