শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫
১২:৩৩ অপরাহ্ণ

১৩ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে শোকজ করা হয়েছে। গত ১২ জানুয়ারি রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়েছে, ফকির মো. জুয়েল রানার বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। ৭২ ঘণ্টার মধ্যে জুয়েল রানা যদি এ বিষয়ে কোনো সঠিক কারণ না দেখান, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানিয়েছেন, ঘটনাটি জানার পরই অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ফকির মো. জুয়েল রানা বলেন, তার বিরুদ্ধে একটি মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে এবং দাবি করেন, শিশুটির শারীরিক পরীক্ষার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যাবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি রাত ১১টার দিকে ফকির মো. জুয়েল রানা শিশুটিকে চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। শিশুটি পরবর্তীতে বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের জানালে বিষয়টি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শিশুটির বাবা জানিয়েছেন, তারা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাবেন এবং এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। একইসঙ্গে, অভিযুক্ত ফকির মো. জুয়েল রানার শাস্তি দাবি করেছেন তিনি।