মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৩০ বছরের সংসার ভেঙে গেল পেপ গার্দিওলার

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৫
১২:১২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্তিনা সেরার ৩০ বছর একসঙ্গে থাকার পর এখন আলাদা থাকছেন । গত ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি টেনেছেন।

যদিও তা ঘনিষ্ঠজন ও বন্ধু বান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণভাবেই সম্পর্ক ভেঙেছেন পেপ গার্দিওলা। গত ক্রিসমাসে এক থিয়েটারে পেপ গার্দিওলাকে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা যায় তাকে।

সেরার সঙ্গে গার্দিওলার প্রেমের শুরুটা ১৯৯৪ সাল থেকে। তখন বার্সার হয়ে খেলছিলেন গার্দিওলা। ২০ বছর পর বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

পেপ গার্দিওলা- ক্রিস্তিনা সেরার সংসারে তিন সন্তান। বড় মেয়ে মারিয়া (২৪) একজন মডেল এবং ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো। ছেলে মারিয়াস (২২) বর্তমানে দুবাইয়ে থেকে তিনটি কোম্পানি পরিচালনা করছেন। আরেক মেয়ে ভালেন্তিনা (১৭) আপাতত পড়াশোনাতেই ব্যস্ত।