ফ্রেশ নিউজ প্রতিবেদক :
ময়মনসিংহের ভালুকা থেকে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতা মামুনকে (২১) উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি ভালুকা পৌর এলাকা থেকে ছাত্রদল নেতা মামুন নিখোঁজ হন। তিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর সংকরপুর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় গত ১০ ফেব্রুয়ারি ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ মামুনের বড় ভাই মো. ইসলাম উদ্দিন।