শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
৬:৩৬ অপরাহ্ণ

নারীর অধিকার ও ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা সাক্ষাৎ করে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৫টায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকার ১০ সদস্যের একটি নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। এতে সভাপতির দায়িত্ব পান ‘নারীপক্ষ’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হক।

কমিশনের সদস্য হিসেবে ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার, নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

কমিশন গঠনের পর থেকে তারা বিভিন্ন সময় মাঠপর্যায়ের তথ্য, সংলাপ ও বিশ্লেষণের ভিত্তিতে নারীদের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বিষয়ে নীতিগত সংস্কারের প্রয়োজনীয় দিকগুলো নিয়ে কাজ করেছে। আজকের জমা দেওয়া প্রতিবেদনে এসব সুপারিশই তুলে ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।