বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেছে, যেখানে আমিরুল ইসলাম খান আলামীসহ মোট ১৩ জন নেতা অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন কমিটিতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলামী, এডভোকেট টাইফুল ইসলাম টিপু, হেলেন জেরীন খান, আমিরুজ্জামান খান শিমুল, বেলাল আহমেদ, মোঃ শামুজ্জামান সুজুক, আবু সাঈদ, তাহবিব আউয়াল, মঞ্জুর রহমান বিষ্ণপুর, ইলিয়াস ইরফান হোসেন এবং দুলাল হোসেন।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের আশা, এই কমিটি ভবিষ্যতে দলের কার্যক্রমকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে