রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, নোমানের জানাজা ও দাফনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত পরে জানানো হবে। এদিকে, চট্টগ্রামে বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও তার মৃত্যুতে সমাবেশটি বাতিল করা হয়েছে।

দেশের অন্যতম প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবদুল্লাহ আল নোমান মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে ভূমিকা রাখেন এবং রাজনীতিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় তিনি বিএনপিতে যোগ দেন।