ফ্রেশ নিউজ :
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আজমল হোসেন ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাথানগাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও আজমল হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে। তারা দুজনেই উপজেলার কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে ।