শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাজিপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে আগুন

Fresh News রিপোর্ট
মার্চ ১৬, ২০২৫
৪:৫৫ অপরাহ্ণ

কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নয়ন সরকার জানিয়েছেন, একই গ্রামের শিবলী রেজা বাবু তার কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন এবং অস্বীকার করার পর শনিবার (১৫ মার্চ) রাতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তার বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে তারা বের হতে না পারে। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, শিবলী রেজা বাবু আগুন নেভাতে নিষেধ করেছিলেন। পুলিশ ঘটনার তদন্ত করছে, তবে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।