রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশসহ পাঁচ দেশ

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:৩৯ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জনজীবন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর প্রভাব বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড ও লাওস পর্যন্ত ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। এ shallow depth-এর কারণে কম্পন অনেক বেশি তীব্রভাবে অনুভূত হয়েছে।

বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় কম্পন টের পাওয়া গেছে। আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। মিয়ানমার ও থাইল্যান্ডে উঁচু ভবনগুলো কেঁপে উঠলে অনেকেই দ্রুত বেরিয়ে আসে।

ভূমিকম্পে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির নির্ভরযোগ্য তথ্য না মিললেও, সাগাইং ও মান্দালয়ের মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।