সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায় দুঃস্থদের মাঝে আমিরুল ইসলাম খান আলীমের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কমিশনার ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিক।
রবিবার (৩০ মার্চ) সকাল এগারটার দিকে উপজেলার শেরনগর গ্রামের অক্সফোর্ড স্কুল মাঠে অসহায় দুঃস্থদের মাঝে প্রায় পাঁচ শতাধিক মানুষকে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম।
আলম প্রামাণিক স্থানীয় ও বেলকুচি উপজেলার অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন সেবা করে যাচ্চেন, জনপ্রিয়তার জন্য টানা তিনবার বেলকুচি পৌরসভার কাউন্সিলর পদে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুবদলের আহবায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম প্রমুখ।