মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে সম্পর্ককে শুধুই সতীর্থতা নয়, জীবনের দিশা দেখানোর উৎস হিসেবেও দেখেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। ধোনির জ্যোতিষ জ্ঞান এবং সময়োপযোগী পরামর্শ তাকে ব্যক্তিগত ও পেশাগত সাফল্যে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের প্রকাশিত এক ভিডিও বার্তায় অক্ষর ধোনির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। একটি ছবির পেছনের গল্প জানাতে গিয়ে বলেন, “মাহি ভাই আমার গ্রহ-নক্ষত্রের অবস্থান নিয়ে কথা বলছিলেন। তিনি বলেছিলেন, ‘তোমার গ্রহের যা অবস্থান, তাতে হয় দারুণ কিছু হবে, না হলে বিপরীত। তবে কিছু নিয়ম মানলে পরিস্থিতি ভালো হবে।’”
ধোনির সঙ্গে জাতীয় দলে খেলার সময় থেকেই অক্ষরের ব্যক্তিগত সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। নিজের মনোভাব, ভাবনা ও পরিকল্পনা ধোনির সঙ্গে ভাগাভাগি করতেন বলে জানান তিনি। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ধোনির কাছ থেকে শুভেচ্ছা বার্তাও পেয়েছেন বলে জানান এই অলরাউন্ডার।
অক্ষর আরও বলেন, “২০২১ সালের বিশ্বকাপের আগে মাহি ভাই যখন দলের মেন্টর হলেন, তখন অনেক কথা হয়েছিল। আমার ক্রিকেটীয় মানসিকতায় পরিবর্তন এসেছে ওনার কথাতেই। আমার যে সাফল্য এসেছে, তার পেছনে মাহি ভাইয়ের অবদান অনেক বেশি।”
ধোনির এই দিক অনেকের অজানা হলেও অক্ষরের মতে, তার জীবন ও ক্যারিয়ারে এই ‘ভবিষ্যদ্বক্তা ধোনি’ বড় ভূমিকা রেখেছেন।