রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ২৪ ঘণ্টায় ৮৬ ফিলিস্তিনি নিহত

Fresh News রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৫
৯:৪৫ পূর্বাহ্ণ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহত ও আহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৬০৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। আহত ও নিহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েল গাজায় অভিযান শুরু করে। সেই দিন হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই গাজায় একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে ইসরায়েল এক দফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও ১৮ মার্চ থেকে ফের নতুন করে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। নতুন দফার এই হামলায় গত ১৫ দিনে প্রাণ হারিয়েছেন আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি।

জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।

এদিকে, যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার ইসরায়েলকে আহ্বান জানালেও তা উপেক্ষা করে চলেছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। এই অবস্থায় গাজায় নতুন করে আরও ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।