শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

১৭ বছর পর বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে ইতিহাস গড়ল ভ্যালেন্সিয়া

Fresh News রিপোর্ট
এপ্রিল ৬, ২০২৫
৯:৪৮ পূর্বাহ্ণ

সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের হার—এ যেন দেড় যুগ পর পুরনো স্মৃতি ফিরিয়ে আনার গল্প। শনিবার রাতে লা লিগার ৩০তম রাউন্ডে নিজেদের মাঠেই ২-১ গোলে হেরে যায় রিয়াল, যার নায়ক ছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জর্জি মামারদিশভিলি।

পুরো ম্যাচে রিয়ালের একের পর এক আক্রমণ একাই প্রতিহত করেছেন এই জর্জিয়ান গোলরক্ষক। আটটি সেভের মধ্যে ছিল একটি পেনাল্টি ঠেকানোও। সেই পেনাল্টি শটটি করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি ওই ম্যাচে নিজের ২০০তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন।

ম্যাচের ১০ মিনিটেই এমবাপের তৈরি করে দেওয়া পেনাল্টি সুযোগে গোল করতে পারতেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু তাঁর দুর্বল শট অনায়াসে থামিয়ে দেন মামারদিশভিলি।

৫ মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন দিয়াখাবি। যদিও পরবর্তীতে রিয়ালের এমবাপের একটি অফসাইডের কারণে দিয়াখাবির আত্মঘাতী গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুকা মদরিচের কর্নার থেকে জুড বেলিংহামের মাধ্যমে বল পেয়ে গোল করে সমতায় ফেরেন ভিনিসিয়ুস। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফা মিরের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন বদলি খেলোয়াড় উগো দুরো।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর দেখা গেল, রিয়াল মাদ্রিদের হতাশায় ডুবে থাকা মুখ আর উল্লাসে ফেটে পড়া ভ্যালেন্সিয়ার ডাগআউট। ১৭ বছরের অপেক্ষার অবসান করে অবশেষে বার্নাব্যুতে রিয়ালকে হারানোর স্বাদ পেল তারা।

রিয়ালের এই হারে সুযোগ ছিল বার্সেলোনার জন্য, যারা বেটিসকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান ৬-এ নিয়ে যেতে পারত। কিন্তু বার্সাও ম্যাচ ড্র করায় পয়েন্ট ব্যবধান আপাতত ৪-এই রয়ে গেছে। লা লিগার শিরোপা লড়াই তাই আরও জমে উঠেছে।