শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৯:২২ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনের নারী ও শিশুদের হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সোমবার (৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার শত শত নেতাকর্মী।

কাচঁপুর ওভারব্রিজের নিচ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, ইসরায়েল বেসামরিক নারী-শিশু, স্কুল, হাসপাতাল ও ঘরবাড়ি লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালাচ্ছে। যা আন্তর্জাতিক আইন, বিশেষত জেনেভা কনভেনশন অনুযায়ী স্পষ্টতই যুদ্ধাপরাধ। এর বিরুদ্ধে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া জরুরি। বক্তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ও পণ্য বর্জনের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার বলেন, মুসলমানদের ওপর হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, এই গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব যদি একত্রিত হয় তাহলে ইসরায়েলকে প্রতিহত করা সম্ভব। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন নিন্দা জানিয়ে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মহলে কার্যকর অবস্থান নেয়।

আবু সাঈদ মুন্না বলেন, প্রতিবাদের ভাষা আরও জোরালো হতে হবে। প্রয়োজনে দেশের ভেতর থেকেও প্রতিরোধ গড়ে তোলা হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আকরাম হোসাইন বলেন, মানবতার বিরুদ্ধে এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য আমাদের আন্দোলন চলবে।

বিক্ষোভে জেলা ও উপজেলার আমির, সেক্রেটারিসহ হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রসঙ্গত, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন শতাধিক শিশু নিহত বা আহত হচ্ছে। আন্তর্জাতিক মহলের নীরবতায় ফিলিস্তিনের অবস্থা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।