গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর গণহত্যা ও নিরীহ মানুষের ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির শুরুতেই তারা ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-র প্রতি সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান। পাশাপাশি অফিস-আদালত বন্ধ রেখে সর্বস্তরে প্রতিবাদ জানানোর অনুরোধও করেন।
ঘোষিত কর্মসূচির আওতায় ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ পালন করা হবে। ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্মারকলিপি প্রদান এবং ১১ এপ্রিল জেলা পর্যায়ে গণআন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এছাড়া আজ ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে ‘ইকোস ফর গাজা’ নামে একটি প্রচারণা চলবে, যার মাধ্যমে বিশ্বজুড়ে জনমত তৈরির আহ্বান জানানো হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যেভাবে নারী, শিশু ও নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, তা মানবতার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ইসরায়েলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রসমাজসহ দেশের সর্বস্তরের মানুষকে এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এই লড়াইকে শুধু রাজনৈতিক নয়, মানবতার লড়াই হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়।