শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৩৮

Fresh News রিপোর্ট
এপ্রিল ১০, ২০২৫
৯:৫৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন, যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানায়, হামলার সময় ভবনটির নিচে বহু মানুষ অবস্থান করছিলেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যেও নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এই হামলার মধ্য দিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে প্রায় ১,৫০০-তে। আহত হয়েছেন আরও ৩,৭০০ জন। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ইসরায়েল ফের আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ আন্তর্জাতিক মহলের।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর প্রায় দুই মাস শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেও, মার্চের মাঝামাঝি হামাসের সঙ্গে মতবিরোধের জেরে নতুন করে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি গাজায় সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছেন। তার এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনার অংশ বলে অভিযোগ উঠেছে।

গাজায় চলমান আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

এই অবরুদ্ধ ভূখণ্ডে প্রতিদিন বেড়েই চলছে মৃত্যু ও ধ্বংসের মিছিল। গাজা যেন হয়ে উঠেছে এক নিরবচ্ছিন্ন মৃত্যুর উপত্যকা।