রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চৌহালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫
৯:৩৩ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে পালিত হচ্ছে বর্ষবরণ। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা ও নানা কর্মসূচি পালন করছে উপজেলার  বিভিন্ন সংগঠন।

সেই ধারাবাহিকতায় আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের   উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সকাল থেকেই চৌহালীতে নানা কর্মসূচি পালিত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহ করেন  উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বকুল সিকদার, সহ সভাপতি আবদুল হাকিম বিএসসি, প্রভাষক আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুব দলের সভাপতি আরমান হোসেন হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের মোল্লা, হাসান মোল্লা,  স্বেচ্ছাসেবক দলের নেতা আমিরুল ইসলাম, শরীফুল ইসলাম রিপন, জাহিদ সিকদার, ছাত্র দলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, কলেজ ছাত্র দলের সভাপতি রাব্বি , সবুজ মিয়া ও রনি  প্রমুখ।