মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, দ্রুত পদক্ষেপের ফলে সকাল ৬টা ৩৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের উৎস কিংবা সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কার্যক্রম চলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।