সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মানুষের জন্য এক নতুন আশার আলোয় উন্মোচন হলো ‘ডিজিটাল ডাক্তার বাড়ি’র লোগো।
খোকন চ্যারিট্যাবল ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দুপুরে খোকন চ্যারিট্যাবল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই লোগো উন্মোচন করা হয়।
এই লোগো উন্মোচনের মাধ্যমে সূচিত হলো এক নতুন যাত্রা যেখানে প্রযুক্তির ছোঁয়ায় গ্রামের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক চিকিৎসা বিষয়ক তথ্য।
‘ডিজিটাল ডাক্তার বাড়ি’র প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই মানুষ চিকিৎসা সেবার সার্বিক পরামর্শ নিতে পারবে মোবাইল কিংবা ইন্টারনেটের মাধ্যমে। এছাড়া ওষুধ সংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্য সচেতনতামূলক নানা কার্যক্রম।
কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জানান, এই ডিজিটাল উদ্যোগ গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে যারা সহজে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য বড় সহায়ক হবে।
শহর ও গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবার যে বৈষম্য, তা দূর করতে ‘ডিজিটাল ডাক্তার বাড়ি’হতে পারে কার্যকরী একটি পদক্ষেপ।
এতে সঞ্চলনা করেন ডিজিটাল ডাক্তার বাড়ির ক্যাম্পেইন কোঅর্ডিনেটর তানজিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন খোকন চ্যারিট্যাবল ফাউন্ডেশনের ম্যানেজার (এ্যাডমিন) মো. আব্দুল হাকিম, ডিজিটাল ডাক্তার বাড়ির ক্যাম্পেইন ক্যাম্পেইন ম্যানেজার নাজির হোসেইন এবং খোকন চ্যারিট্যাবল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটি মেম্বার সারওয়াত আহমদ।
তারা প্রত্যেকেই উদ্যোগটির তাৎপর্য তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।