ইউরোপিয়ান ফুটবলে বিতর্কিত কর্মকাণ্ডে পরিচিত নাম জোসে মরিনিয়ো এবার পর্তুগাল জাতীয় দলের কোচ হতে পারেন। গ্রীষ্মেই বর্তমান কোচ রবার্তো মার্টিনেজের জায়গা নিতে পারেন এই অভিজ্ঞ পর্তুগিজ tactician।
তুর্কি ক্লাব ফেনারবাচের দায়িত্বে থাকা মরিনিয়োর প্রতি নজর রেখেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সিএনএন জানিয়েছে, জাতীয় দলের কোচ হিসেবে মরিনিয়োর নাম শীর্ষে রয়েছে। এমন হলে এক দশকেরও বেশি সময় পর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে আবারও ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালে থাকা অবস্থায় রোনালদো ও মরিনিয়োর সম্পর্ক কখনো দুর্দান্ত, কখনো উত্তপ্ত ছিল। জাতীয় দলের দায়িত্ব নিলে পুরনো সেই অধ্যায় নতুন মাত্রা পেতে পারে।
এদিকে, ইউরো এবং নেশন্স লিগ সামনে থাকায় এখনই বড় পরিবর্তনে যেতে চায় না পর্তুগিজ ফেডারেশন। জুনে জার্মানির বিপক্ষে নেশন্স লিগ সেমিফাইনালের পর সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
তবে মরিনিয়ো তার স্বভাবসুলভ বিতর্কিত কাণ্ডকারখানা থেকে যেন বেরোতেই পারছেন না। সম্প্রতি তুর্কি কাপে হারার পর গ্যালাতাসারের কোচ ওকান বুরুকের নাকে চাপ দিয়ে নতুন বিতর্ক তৈরি করেছেন তিনি। ওই ম্যাচ দিয়েই তিনি চার ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন।
তবে এসবের মধ্যেও তুর্কি সুপার লিগে ফেনারবাচেকে শিরোপা জেতানোই এখন তার মূল লক্ষ্য। বর্তমানে তারা গ্যালাতাসারের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে আছে। শিরোপা, বিতর্ক আর সম্ভাব্য জাতীয় দলের দায়িত্ব— সব মিলিয়ে মরিনিয়োর সামনে রোমাঞ্চকর অধ্যায় অপেক্ষায়।