শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পিএসএল মাতাচ্ছেন রিশাদ, ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছে বিসিবি

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
৭:৩৮ অপরাহ্ণ

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েই দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে নিজের দল লাহোর কালান্দার্সকে জিতিয়েছেন এই তরুণ স্পিনার।

পিএসএলে নিজের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও পরের ম্যাচেই বাজিমাত করেন রিশাদ। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অভিষেক ম্যাচে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে পিএসএলে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি—৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন আরও তিন উইকেট।

রিশাদের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেটে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রিশাদের সঙ্গে গতকাল কথা হয়েছে। ও খুবই ফোকাসড, নিজের পারফরম্যান্স নিয়েও সচেতন। শুরুতে এমন পারফরম্যান্স ওকে আত্মবিশ্বাস দেবে, দলে নিজের জায়গা আরও মজবুত করতে সাহায্য করবে।”

তিনি আরও বলেন, “রিশাদ এখনও তরুণ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে তার অভিজ্ঞতা খুব বেশি নেই। তবে বিদেশে খেলাটা তাকে ম্যাচিউর করে তুলবে। আশা করছি সে এক অন্য রিশাদ হয়ে দেশে ফিরবে—আরও পরিণত, আরও ধারালো।”

রিশাদের এমন উত্থান ভবিষ্যতে বাংলাদেশ দলের স্পিন আক্রমণে ভরসা হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।