হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, পিকআপটিতে বাড়ির মালামালসহ প্রায় ১৬-১৭ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ট্রাক ও পিকআপ উভয়ই হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।