ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। শুক্রবার সন্ধ্যায় ছোড়া জুলফিকার ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, শুধু ইসরায়েলই নয়, লোহিত সাগর ও আরব সাগরে টহলরত একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনকেও তারা লক্ষ্যবস্তু করেছে এবং ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস ইসা জ্বালানি টার্মিনালে বিমান হামলা চালিয়ে অন্তত ৭৪ জনকে হত্যা করে। এটি ছিল দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলা। তার একদিন পরেই এই পাল্টা আঘাত চালানোর কথা জানায় হুথিরা।
বিবৃতিতে হুথি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যুক্তরাষ্ট্র যদি তার আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে পাল্টা হামলার মাত্রাও বাড়বে— কমবে না।” হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।