রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কমিটি গঠনে বয়সসীমা বেঁধে দিল জাতীয় নাগরিক পার্টি

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
১০:০৭ পূর্বাহ্ণ

জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের বয়স ন্যূনতম ৪০ বছর নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি জেলা কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে ৫১ এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় সাধারণ সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন।

সভায় আরও আলোচনা হয় সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবি, সীমান্তে হত্যা বন্ধে কার্যকর নীতি গ্রহণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন এবং ভারতে ওয়াকফ আইনের প্রতিবাদ নিয়ে। একইসঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবিও তোলা হয়।

সভায় কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এরপর সাংগঠনিক গঠনগত কাঠামো সুসংগঠিত করতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ৬৪টি জেলা ১৯টি জোনে ভাগ করার প্রস্তাবনা উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।