রাজধানীর মগবাজার রেলগেটে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস আটকে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেললাইনে আটকে থাকা অবস্থায় একটি ট্রেন দ্রুতগতিতে এগিয়ে আসছিল, তবে শেষ মুহূর্তে চালক বাস সরিয়ে ফেলায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসটি এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল। রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায় এবং চালক কোনোভাবেই সেটি সামনে বা পেছনে নিতে পারছিলেন না।
এই অবস্থায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন এগিয়ে আসতে থাকে। রেলগেটের কর্মীরা গেট নামাতে না পেরে বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করেন। এসময় বাসের যাত্রীরা আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করেন।
শেষ মুহূর্তে চালক কোনোরকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন, এবং কিছু সেকেন্ড পর ট্রেনটি রেলগেট অতিক্রম করে। এ যাত্রায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা।
এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তা ঘটেছে গভীর রাতে। তবে ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও সৃষ্টি করেছে।