শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশের প্রথম ফুটবল অধিনায়ক হাসপাতালে ভর্তি

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪
১০:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু বার্ধক্যজনিত নানা সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮১ বছর বয়সী এই ক্রীড়া কিংবদন্তি হৃদযন্ত্র, কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন। পিন্টুর পরিবার তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে ক্রীড়াঙ্গনে বিশেষ পরিচিত। মুক্তিযুদ্ধের সময় ভারতে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে তহবিল সংগ্রহ করে দেশের স্বাধীনতায় অবদান রেখেছিলেন তিনি।

ষাট ও সত্তরের দশকে মোহামেডানের জার্সি গায়ে মাঠ মাতানো পিন্টু খেলা ছাড়ার পর ক্লাব ও জাতীয় ক্রীড়া পরিষদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা বলেন, “পিন্টু ভাই খুবই অসুস্থ, দোয়া করবেন।”

পিন্টুর অবদান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অনন্য এবং অনুপ্রেরণার এক দৃষ্টান্ত।