সাম্প্রতিক হতাশা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টিম টাইগার্স। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতিমধ্যেই ক্যারিবীয় দ্বীপে পৌঁছেছে। সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
টেস্ট সিরিজ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর, অ্যান্টিগায়। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, জ্যামাইকায়। এবার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ
৮ ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ
১৫ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ ডিসেম্বর।
সিরিজের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
টেস্ট সিরিজ
- ১ম টেস্ট: ২২-২৬ নভেম্বর, রাত ৮টা, অ্যান্টিগা
- ২য় টেস্ট: ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর, রাত ৯টা, জ্যামাইকা
ওয়ানডে সিরিজ
- ১ম ওয়ানডে: ৮ ডিসেম্বর, রাত ৭:৩০, সেন্ট কিটস
- ২য় ওয়ানডে: ১০ ডিসেম্বর, রাত ৭:৩০, সেন্ট কিটস
- ৩য় ওয়ানডে: ১২ ডিসেম্বর, রাত ৭:৩০, সেন্ট কিটস
টি-টোয়েন্টি সিরিজ
- ১ম টি-২০: ১৫ ডিসেম্বর, ভোর ৬টা, সেন্ট ভিনসেন্ট
- ২য় টি-২০: ১৭ ডিসেম্বর, ভোর ৬টা, সেন্ট ভিনসেন্ট
- ৩য় টি-২০: ১৯ ডিসেম্বর, ভোর ৬টা, সেন্ট ভিনসেন্ট
সর্বশেষ ২০২২ সালের সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই সফলতা ধরে রাখার লক্ষ্য টাইগারদের।