বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে সম্মাননা জানিয়েছে ওয়ালটন। বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের ফ্রিজ উপহার দেওয়া হয়েছে। তবে মনিকার মতো অনেক খেলোয়াড়ের বাড়িতে বিদ্যুৎ না থাকায় ফ্রিজ ব্যবহারের সুযোগ নেই। ওয়ালটনের পক্ষ থেকে এ ক্ষেত্রে অর্থ গ্রহণের বিকল্প সুবিধা রাখা হয়েছে।
নারী ফুটবলে সাফল্যের পর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ এলেও মনিকার খাগড়াছড়ির বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। এ বিষয়ে দ্রুত সমাধানের প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ নারী ফুটবলারদের জন্য আরও সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সাবিনারা বর্তমানে মাসে ৫০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন, তবে চ্যাম্পিয়ন হওয়ার পর বেতন বাড়ানোর প্রত্যাশা রয়েছে।
কোচ পিটার বাটলারের সঙ্গে সম্পর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তিনি আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ। গুঞ্জন রয়েছে, তাকে পুরুষ দলের জন্য বিবেচনা করা হচ্ছে। সাবিনা বলেন, “যে কোচ থাকুন, অনুশীলন এবং নির্দেশনা মানতে হবে।”
নারী ফুটবলের সাফল্যে সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতায় উন্নতির প্রত্যাশা করছে বাফুফে।