ওয়ানডে সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না পাকিস্তান। হোবার্টে সিরিজের শেষ ম্যাচে ৫২ বল বাকি থাকতে ৭ উইকেটে হেরে যায় তারা, ফলে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে সফরকারীরা।
পাকিস্তান ব্যাটিং লাইন পুরো সিরিজেই ব্যর্থ। শেষ ম্যাচেও মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় তারা। বাবর আজম ২৮ বলে ৪১ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার বোলার অ্যারন হার্ডি নেন ৩ উইকেট, স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার ওপেনাররা শুরুতে কিছুটা চাপে পড়লেও মার্কাস স্টয়নিসের ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংসে সহজেই জয় নিশ্চিত হয়। পাকিস্তানের পেসারদের ওপর স্টয়নিসের ঝড়ো ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।