জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাব ফুটবলের আয়োজন শুরু করতে যাচ্ছে বাফুফে। বুধবার (২২ নভেম্বর) বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফুটবলের ড্র। এ মৌসুমে ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ, যেখানে অংশ নেবে প্রিমিয়ার লিগের দশটি ক্লাব। ড্র-তে দলগুলোর গ্রুপিং এবং ম্যাচ ভেন্যু নির্ধারিত হবে।
বাফুফের পূর্ববর্তী লিগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৪ নভেম্বর শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। নতুন কমিটির লিগ চেয়ারম্যান ইমরুল হাসান হলেও পূর্ণাঙ্গ লিগ কমিটি এখনো গঠিত হয়নি। তবুও ফুটবল মৌসুম শুরু হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী।
এছাড়া গত মৌসুমের অনূর্ধ্ব-১৬ লিগসহ ঘরোয়া ফুটবলের বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে বাফুফে ভবনে।