শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

লিওনেল মেসির নতুন বিশ্বরেকর্ড: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্ট

Fresh News রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪
১২:৩৬ অপরাহ্ণ

আর্জেন্টিনার হয়ে পেরুর বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ৫৮টি অ্যাসিস্টের বিশ্বরেকর্ড গড়েছেন। লাউতারো মার্টিনেজের গোলের সহায়তা করে মেসি যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সঙ্গে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।

মেসি এই রেকর্ড গড়েন ১৯১টি আন্তর্জাতিক ম্যাচে, যেখানে ডনোভান ১৫৭ ম্যাচে একই সংখ্যক অ্যাসিস্ট করেছিলেন। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের নেইমার, যার অ্যাসিস্ট সংখ্যা ৫৭। সক্রিয় ফুটবলারদের মধ্যে কেভিন ডে ব্রুইনের অ্যাসিস্ট ৪৯টি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর ৪৮টি।

আর্জেন্টিনা বর্তমানে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে রয়েছে, ১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করে। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ২০২৫ সালের মার্চে।