পাকিস্তান জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য মোহাম্মদ ইউসুফ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। বরং তাকে নতুন করে দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিচ্ছে বোর্ড।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ইউসুফ পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য অপরিহার্য এবং তাকে ধরে রাখার জন্য বোর্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, “আমরা ইউসুফকে কোথাও যেতে দিচ্ছি না। তার দক্ষতা পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মোহাম্মদ ইউসুফ টুইটারের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, “এই দলের সেবা করা এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখা আমার জন্য গর্বের বিষয়।”
মোহাম্মদ ইউসুফ, যিনি ২০০৬ সালে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড গড়েছিলেন, এখনো সেই রেকর্ড নিজের দখলে রেখেছেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা পিসিবির ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে বোর্ড মনে করছে।