শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

দ্বিতীয়ার্ধে লাউতারোর গোলে আর্জেন্টিনার জয়ের পথে অগ্রগতি

Fresh News রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪
১২:৪১ অপরাহ্ণ

পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার পারফরম্যান্স সন্তোষজনক না হলেও দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় দলটি। ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসির চিপ পাস থেকে ডি-বক্সে গোল করেন ইনফর্ম এই স্ট্রাইকার।

এল বোম্বান্বেরা স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরুতে বেশ কিছু ইনজুরি সমস্যা নিয়ে মাঠে নামে। প্রথমার্ধে আক্রমণে দারুণ নিয়ন্ত্রণ থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ২২ মিনিটে হুলিয়ান আলভারেজের শট গোলবারে লেগে ফিরে আসে, যা ছিল প্রথমার্ধের সেরা সুযোগ।

প্রথমার্ধে বলের দখল ৭৬ শতাংশ রাখলেও আর্জেন্টিনার কার্যকর শট ছিল মাত্র একটি। দ্বিতীয়ার্ধে এসে দলটি আক্রমণ আরও কার্যকর করে এবং লাউতারোর গোলে ম্যাচে লিড নেয়। এই গোলই নিশ্চিত করে দেয় আর্জেন্টিনার জয়লাভের সম্ভাবনা।