শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো

Fresh News রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪
১:০০ অপরাহ্ণ

ইন্টার মায়ামির প্রধান কোচ জেরার্ডো “টাটা” মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, তিনি আগামী শুক্রবার ক্লাবের অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে এক প্রেস কনফারেন্স করবেন।

মার্টিনোর সাফল্য:

  • ২০২৩ সালে মায়ামির দায়িত্ব নিয়ে লিওনেল মেসি, সের্হিও বুসকেটস, এবং জর্দি আলবার মতো তারকাদের সঙ্গে কাজ করেন।
  • তার অধীনে মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল এবং সাপোর্টারস শিল্ড অর্জন করেছিল।
  • ক্লাবটি ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেয়।

তবে, এমএলএস প্লে-অফে আটলান্টা ইউনাইটেডের কাছে হারার পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মেসির সঙ্গে দীর্ঘ সম্পর্ক:

  • বার্সেলোনায় (২০১৩-১৪) এবং আর্জেন্টিনা জাতীয় দলে (২০১৪-১৬) মেসির কোচ ছিলেন।
  • মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৯-২০২২ পর্যন্ত।

মার্টিনোর বিদায় ইন্টার মায়ামির ভবিষ্যৎ পরিকল্পনায় কী প্রভাব ফেলবে, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছে।