চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে তৃতীয়বারের মতো আয়োজিত ফুল উৎসব শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবার দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির দুই লক্ষাধিক ফুল দিয়ে। উৎসবটি চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, এবার ফুল উৎসবে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, নৌকা প্রদর্শনী, পিঠাপুলি উৎসব, চিত্র প্রদর্শনী ও মিউজিক ফেস্ট। পার্কটি সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে।
উৎসবে প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীরা পরিবেশন করবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের আকৃষ্ট করতে থাকবে পুতুল নাচ, বই মেলা, লেজার লাইট শো, ভায়োলিন শো, মুভি শো, ও চিত্রশিল্পীদের ২০০টি চিত্রকর্ম। দর্শনার্থীদের নিজেদের ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম জানিয়েছেন, মানুষের আগ্রহ ও গত বছরের সাফল্য দেখে এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে করা হয়েছে। ১৯৪ একর জমির ওপর সাগরপাড়ের ডিসি পার্কে ফুলের এই বাগান থেকে সৌরভ ছড়িয়ে পড়ছে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
জেলা প্রশাসনের আশা, এবার উৎসবে প্রায় ১২ লাখ দর্শনার্থীর সমাগম হবে, যা গত বছরের ১০ লাখ দর্শকের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা।