চার দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার জন্য নির্ধারিত সার্ভিস চার্জ পুনর্বিবেচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই চার্জ নির্ধারণের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করা হবে।
সম্প্রতি জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় উল্লেখ করা হয়, প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবার ক্ষেত্রে আনুষঙ্গিক কার্যক্রম চালাতে যে ব্যয় হয়, তা অর্থ মন্ত্রণালয় থেকে সময়মতো না পাওয়ার ফলে বিগত কমিশন সার্ভিস চার্জ আরোপের সিদ্ধান্ত নেয়।
বর্তমানে মালয়েশিয়ায় ৭৫ রিঙ্গিত, কুয়েতে ৩ দিনার, কাতারে ৫৫ রিয়াল, এবং সংযুক্ত আরব আমিরাতে ৫০ দিরহাম সার্ভিস চার্জ হিসেবে নেওয়া হচ্ছে। তবে এই চার্জ আরোপের সময় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রবাসী ও নিবন্ধন অধিশাখাকে প্রয়োজনীয় তথ্যসহ কমিশনের কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটিতে আরও জানানো হয়, আইন অনুযায়ী এনআইডি সেবা বিনামূল্যে দেওয়ার কথা। তবে প্রবাসে এই সেবার কার্যক্রম পরিচালনায় ব্যয় মেটাতে কনস্যুলার সেবার মতো সার্ভিস চার্জ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ সার্ভিস চার্জের আয়ের জন্য পৃথক ব্যাংক হিসাব ব্যবস্থার প্রস্তাব করা হয়।
আগামীতে সার্ভিস চার্জ প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী পরিচালিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হবে।