শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫
১১ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চিকিৎসার আগে স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বিশেষ সাক্ষাৎ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৫, ২০২৫
৯:৩৮ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দলের স্থায়ী কমিটির নেতারা তার গুলশানের বাসভবন ফিরোজায় উপস্থিত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে দলের নীতিনির্ধারণী ফোরামের নেতারা এ সাক্ষাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে, এলডিপির চেয়ারম্যান অলি আহমদও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় নেতারা জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। বিদেশ যাত্রার আগে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে তার এ সাক্ষাতের মূল উদ্দেশ্য বিদায় নেওয়া এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের পরিকল্পনা এবং সাম্প্রতিক সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থায়ী কমিটির এক সদস্য জানান, “ম্যাডামের এই সাক্ষাৎ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন, তাই এ সময়ে আমাদের করণীয় বিষয়ে তার নির্দেশনা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।”

দীর্ঘ সময় ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য এই সফর কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়। এ অবস্থায় তার এ বিদায়ী সাক্ষাৎ দলের অভ্যন্তরে আবেগময় পরিবেশ সৃষ্টি করেছে।