বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২০ জানুয়ারি) লন্ডনের একটি স্থানীয় হলে এই মাহফিলের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক রাজ, কৃষক দলের সেক্রেটারি শাহ মোহাম্মদ ইব্রাহিম, এবং আরও অনেক কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি মো. ফেরদৌস বিন জামান তাসমীর ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান পরাগ।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। কোরআন খতমের মাধ্যমে এই দোয়া মাহফিল শেষ হয়।