শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়েন চালক, ৫ কিমি যানজট

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৪, ২০২৫
৭:২০ অপরাহ্ণ

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে ঘন কুয়াশার কারণে কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় চালকরা গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়েন, যা যানজটের মূল কারণ হিসেবে উঠে এসেছে।

স্থানীয়দের তথ্যমতে, ইলিয়টগঞ্জের কুটুম্বপুর থেকে গোমতা পর্যন্ত এই যানজট দেখা দেয়। পরে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, “চালকরা সড়কে গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়ায় যানজট সৃষ্টি হয়। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে যান চলাচল স্বাভাবিক করি।”

যদিও দিনের বেলায় পুরোপুরি যানজট দেখা যায়নি, তবে মহাসড়কে থেমে থেমে গাড়ি চলার দৃশ্য অব্যাহত ছিল। এতে যাত্রী এবং চালকরা ভোগান্তির শিকার হন।