মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পেট্রলপাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সেবাদান

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৫
৫:৪৮ অপরাহ্ণ

রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ধর্মঘট শুরু হয়, যা আট ঘণ্টা পর বিকেলে তুলে নেওয়া হয়। এতে যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বস্তি ফিরে পান।

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিলেন পেট্রলপাম্প মালিকরা। তবে দুপুরে বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে মালিকদের বৈঠকের পর সমঝোতা হয়। বৈঠকে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয় এবং বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। সংগঠনের রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নওগাঁ জেলার সওজ বিভাগের অভিযানে বগুড়ার আদমদীঘি থানার দুটি ফিলিং স্টেশন কোনো পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়। এ ঘটনায় পেট্রলপাম্প মালিকরা ক্ষুব্ধ হন এবং ধর্মঘটের সিদ্ধান্ত নেন। তারা দাবি করেন, সরকার নির্ধারিত নিয়ম মেনে বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করলেও এমন আকস্মিক উচ্ছেদ অভিযানে তারা হতাশ। দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার পর হঠাৎ এমন পদক্ষেপে তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ধর্মঘট প্রত্যাহারের ফলে রাজশাহী ও রংপুর অঞ্চলে ফের স্বাভাবিক হতে শুরু করেছে পেট্রলপাম্পের কার্যক্রম।